ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
৩৪০

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৩ ১২ অক্টোবর ২০২২  

ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের (ফুলছড়ি-সাঘাটা) উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হলো।

 

সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলে নির্বাচনী এলাকায় ত্রাস ও ভয়ভীতি সৃষ্টি করে ভোট কেন্দ্র দখল করে নেয় সরকার সমর্থক দলের নেতাকর্মীরা। সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেনি। এমনকি অনেক কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়। বেলা ১২ টার দিকে প্রতিদ্বন্দ্বি ৪ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সরে দাঁড়ান।

 

ইসি সকাল থেকেই কেন্দ্রীয়ভাবে ভোটগ্রহণ কার্যক্রম মনিটরিং করছিল। সবগুলো কেন্দ্রেই ছিলো সিসি ক্যামেরা।  দুপুর পর্যন্ত  ৫১টি কেন্দ্রের ভোট গ্রহণ নানা অনিয়মের কারণে বন্ধ করা হয়। 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর